বাজিস-২ : পাবনায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

130

বাজিস-২
পাবনা-বিজ্ঞানমেলা
পাবনায় ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু
পাবনা, ২১ ডিসেম্বর ২০১৯ (বাসস): ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় দুইদিনব্যাপী ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং ৪১তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
আজ শনিবার সকালে পাবনা উপজেলা পরিষদের মিলনায়তনে ২দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কবীর মাহমুদ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন’র সভাপতিত্বে উদ্বোধনী উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম হোসেন, সদর উপজেলা শিক্ষা অফিসার ওহেদুজ্জামানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সদর উপজেলা প্রশাসন এ বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডের আয়োজন করে।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/এমকে