বাসস দেশ-২১ : বিজিবি দিবস উদযাপন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার ও কম্বল বিতরণ

120

বাসস দেশ-২১
বিজিবি-খাবার বিতরণ
বিজিবি দিবস উদযাপন উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার ও কম্বল বিতরণ
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে পিলখানার পার্শ্ববর্তী মাদ্রাসা ও এতিমখানার দুস্থ এবং এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেছে বিজিবি।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি দিবস উদযাপনের অংশ হিসেবে বিজিবি’র মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আজ দুপুরে সদর দপ্তর পিলখানার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার আনুমানিক ১৫শ’ দুস্থ ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার ও কম্বল বিতরণ করেন।
এই বাহিনীর মহাপরিচালক দুস্থ ও এতিম শিশুদের যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এসময় বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীববৃন্দ, পিলখানার পার্শ্ববর্তী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিল।
সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি’র কর্মকান্ড সম্পর্কে জনসাধারণকে অবহিত এবং এর সাথে জনসাধারণকে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে বলে বিজিবি জানিয়েছে।
বাসস/সবি/এমএমবি/১৮২৫/কেজিএ