বাসস দেশ-৬ : দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

185

বাসস দেশ-৬
আদালত-আদেশ
দুই মামলায় খালেদা জিয়ার জামিন নামঞ্জুর
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : আলাদা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছে আদালত।
যুদ্ধাপরাধীদের মদদ দেয়া ও ভুয়া জন্মদিন পালনের পৃথক দুই মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন আজ নামঞ্জুর করেছে ঢাকার পৃথক আদালত।
ঢাকার বকশিবাজারে উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতে পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (এমএম) খুরশীদ আলম ও আহসান হাবিবের আদালত এ আদেশ দেয় বলে বাসস’কে জানান আইনজীবী সানাউল্লাহ মিয়া।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পিপি এডভোকেট আব্দুল্লাহ আবু আদালতে উপস্থিত ছিলেন। মামলা দু’টির পরবর্তী শুনানির জন্য আগামী ২ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার ওসি (তদন্ত) এবিএম মশিউর রহমান যুদ্ধাপরাধীদের মদদ দেয়া সংক্রান্ত মামলায় প্রতিবেদন দাখিল করেন। এর আগে ২০১৬ সালের ৩ নভেম্বর এবি সিদ্দিকী স্বীকৃত স্বাধীনতাবিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র ও জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার সিএমএম আদালতে মানহানির এ মামলাটি দায়ের করেন।
ভুল তথ্য দিয়ে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩০ আগস্ট ঢাকার সিএমএম আদালতে অপর মামলাটি দায়ের করা হয়।
বাসস/এএসজি/ডিএ/১৫০০/এমএবি