কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

274

ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৯ (বাসস): কেরানীগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু শিক্ষার্থীদের তিন দিনব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার কদমতলী গোলচত্বর এলাকায় শহীদনগরে কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গাজী উদ্দিন মো. মনির।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ফেরদৌসি আরা বেগম, অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল কাশেম, অটিস্টিক মহিলা ও শিশুদের পাইলট প্রশিক্ষণ প্রদান কর্মসূচির পরিচালক মো. আবুল কালাম আজাদ ও অটিস্টিক মহিলা ও শিশুদের পাইলট প্রশিক্ষণ প্রদান কর্মসূচির সমন্বয়কারী ডাক্তার মারুফ আহমেদ মৃদুল ও কেরানীগঞ্জ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মাসুম।
এ কর্মসূচিতে ৭৫ জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুকে অভিনয়, নৃত্য ও চিত্রাংকন এই তিন বিভাগে তিন দিনব্যাপী প্রশিক্ষণ দেয় হবে। প্রশিক্ষণ শেষে তাদের প্রত্যেককে সনদ ও আর্থিক সহায়তা প্রদান করা হবে।