বাসস দেশ-৫ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির শুনানি রোববার

140

বাসস দেশ-৫
হাইকোর্ট-খালেদা-আবেদন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধির শুনানি রোববার
ঢাকা, ৫ জুলাই, ২০১৮ (বাসস) : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদনের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছে হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন এ আদেশ দেয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট এ জে মোহাম্মদ আলী, এডভোকেট জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ।
গতকাল বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করা হয়।
গত ১২ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বতীকালীন জামিন দেয় হাইকোর্ট। হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগও বহাল রাখে। তবে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দন্ডের বিষয়ে আনা আপিল হাইকোর্টে ৩১ জুলাইয়ের মধ্যে নিস্পত্তির আদেশ দেয়। আগামী ৮ জুলাই আপিল শুনানির জন্য দিন নির্ধারণ রায়েছে।
অন্য মামলায় জামিন না পাওয়ায় এখনও কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
এদিকে হাইকোর্টের দেয়া চার মাসের জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। এ অবস্থায় গতকাল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবী।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদন্ড দেয় রাজধানীর বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। রায় ঘোষণার পরপরই তাকে ওই দিন রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। তিনি বর্তমানে সেখানেই দন্ড ভোগ করেছেন।
বাসস/এএসজি/ডিএ/১৫০০/এবিএইচ