বাসস ক্রীড়া-১ : সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা

134

বাসস ক্রীড়া-১
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
সিলেটের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এ খুলনা
চট্টগ্রাম, ২১ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৫তম ম্যাচে সিলেট থান্ডারের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নিয়েছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এবারের আসরে খুলনার এটি চতুর্থ ও সিলেটের পঞ্চম ম্যাচ।
এখন পর্যন্ত ৩ ম্যাচে অংশ নিয়ে শতভাগ সাফল্য পেয়েছে খুলনা। ঢাকা পর্বে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ৮ উইকেটে জয় পায় খুলনা। এরপর চট্টগ্রামের মাটিতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলে খুলনা। অধিনায়ক মুশফিকুর রহিমের ৫১ বলে ৯৬ রানের সুবাদে রাজশাহী রয়্যালসকে ৫ উইকেটে হারায় খুলনা। গতকাল রংপুর রেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে হ্যাট্টিক জয়ের স্বাদ নেয় খুলনা।
খুলনার যেখানে জয়রথ ছুটছে সেখানে নাজুক অবস্থা সিলেটের। এখন অবধি ৪ ম্যাচ খেলে কোন জয়ের দেখা পায়নি তারা। ঢাকা পর্বে তিনটি ও চট্টগ্রামের মাটিতে ১টি ম্যাচ খেলে সিলেট। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ৫ উইকেটে ও ৪ উইকেটে, রাজশাহী রয়্যালসের কাছে ৮ উইকেটে এবং ঢাকা প্লাটুনের কাছে ২৪ রানে ম্যাচ হারে তারা। তাই প্রথম জয়ের স্বাদ নিতে মাঠে নামলো সিলেট।
খুলনা টাইগার্স একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), রিলি রৌসু, রবি ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, শামসুর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, মেহেদি হাসান মিরাজ, শফিউল ইসলাম, মোহাম্মদ আমির, রবিউল হক ও শহিদুল ইসলাম।
সিলেট থান্ডার একাদশ : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, আব্দুল মাজিদ, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী, মনির হোসেন খান, এবাদত হোসেন, আন্দ্রে ফ্লেচার, ক্রিসমার সানতোকি, জনসন চার্লস ও নাভিন উল হক।
বাসস/এএসজি/এএমটি/১৩২৫/স্বব