বাসস ক্রীড়া-৮ : অপরাজিত থাকতে চায় খুলনা; প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে সিলেট

128

বাসস ক্রীড়া-৮
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
অপরাজিত থাকতে চায় খুলনা; প্রথম জয়ের জন্য মুখিয়ে আছে সিলেট
চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল খুলনা টাইগার্স। ৩ ম্যাচ খেলে সবগুলোই জিতেছে তারা। একই ধারা অব্যাহত রেখে আগামীকাল বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নামছে খুলনা। পক্ষান্তরে তাদের প্রতিপক্ষ বিধ্বস্ত সিলেট থান্ডার। চার ম্যাচ খেলে সবগুলোই হেরেছে তারা। তাই বিপিএলে প্রথম জয়ের স্বাদ নিতে মরিয়া হয়ে আছে সিলেট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামীকাল খুলনা-সিলেটের দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিলো মুশফিকুর রহিমের খুলনা। টুর্নামেন্টের আরেক শক্তিশালী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ঐ ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পায় খুলনা। চট্টগ্রাম ইতোমধ্যে ৫ ম্যাচ খেলে ৪টি ও ১টি হারের স্বাদ পেয়েছে। আর ঐ ১টি হার খুলনার কাছে। জয়কে সাথে নিয়ে চট্টগ্রাম পর্ব শুরু করেছিলো খুলনা।
চট্টগ্রামের মাটিতেও অপ্রতিরোধ্য খুলনা। রাজশাহী রয়্যালসের বিপক্ষে দুর্দান্ত জয়ের স্বাদ নেয়। রাজশাহীর ছুঁড়ে দেয়া ১৯০ রানের টার্গেট ৫ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে খুলনা। ঐ ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ছিলেন দলের অধিনায়ক মুশফিক। ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন তিনি।
ঢাকার পর চট্টগ্রাম পর্বও জয় দিয়ে শুরু করেছিলো মুশফিকের খুলনা। আসরে দুই জয়কে সাথে নিয়ে আজ নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা মুখোমুখি হয়েছিলো টুর্নামেন্টের আরেক বিধ্বস্ত দল রংপুর রেঞ্জার্সের। দক্ষিণ আফ্রিকার রিলি রুশোর দুর্দান্ত ব্যাটিং ও পেসার শফিউলের বোলিং-এ ৪৫ বল বাকী রেখে হ্যাট্টিক জয়ের স্বাদ নেয় খুলনা। দলের এমন পারফরমেন্সে খুশী রুশো। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চান তিনি, ‘দল দারুণ খেলছে। আমরা এভাবেই পারফরমেন্স করতে চাই। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’
জয় যেখানে পিছু ছাড়ছে না খুুলনার। সেখানে জয়ের সন্ধানে রয়েছে সিলেট থান্ডার। ঢাকা পর্বে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছিলো তারা। অবশ্য নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে লড়াইটা ভালোই করে সিলেট। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৬২ রান করে সিলেট। পরে ১৯ ওভারে ১৬৩ রান তুলে ম্যাচ জিতে নেয় চট্টগ্রাম।
তবে পরের ম্যাচে ব্যাটসম্যানরা ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন। মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৮ উইকেটে রাজশাহী রয়্যালসের কাছে ম্যাচ হারে সিলেট। এরপর ঢাকা পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের কাছে ২৪ রানে ম্যাচ হেরে হ্যাট্টিক হারের স্বাদ নেয় সিলেট।
ঢাকা পর্বে তিন ম্যাচ হারের পর চট্টগ্রামে জয়ের প্রত্যাশা নিয়ে পা রাখে সিলেট। কিন্তু এখানেই ভাগ্য সহায় হয়নি তাদের। চট্টগ্রামের কাছে আবারো ৪ উইকেটে ম্যাচ হারে সিলেট। ঐ ম্যাচ হারের জন্য নিজেদের পারফরমেন্সকে দায়ী করেছিলেন দলের অধিনায়ক মোসাদ্দেক হোসেন। তবে জয়ের জন্য তার দল মুখিয়ে আছে বলে জানান তিনি, ‘আমরা ভালো পারফরমেন্স করতে পারছি না। তবে জয়ের স্বাদ পেতে দল মুখিয়ে আছে।’
বাসস/এএসজি/এএমটি/১৮৫০/-স্বব