বাসস দেশ-১৩ : বিজিবি দিবস উপলক্ষে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও ‘সীমান্ত গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ

127

বাসস দেশ-১৩
বিজিবি-পতাকা উত্তোলন
বিজিবি দিবস উপলক্ষে রেজিমেন্টাল পতাকা উত্তোলন ও ‘সীমান্ত গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম আজ সকালে পিলখানায় ‘বিজিবি দিবস-২০১৯’ উপলক্ষে রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেছেন।
এরপর তিনি পিলখানাস্থ ‘সীমান্ত গৌরব’ এ মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তকবক অর্পণ করেন। দুপুরে জুম্মার নামাজের পর পিলখানাস্থ সকল মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ‘বিজিবি দিবস-২০১৯’ উপলক্ষে আজ শুক্রবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় পিলখানায় আতশবাজী প্রদর্শনী এবং দেশের বরেণ্য শিল্পীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিজিবি দিবস উদযাপন উপলক্ষে পিলখানা ছাড়াও ঢাকার বাহিরে বিজিবি’র সকল রিজিয়ন, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজ, সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে আনুষ্ঠানিকভাবে রেজিমেন্টাল পতাকা উত্তোলন, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দরবার, অত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মিলাদ ও বিশেষ দোয়া, প্রীতিভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাসস/সবি/এমএমবি/১৮২০/এসই