বাসস ক্রীড়া-৭ : তামিম দলে থাকলে আত্মবিশ্বাস বেশি থাকে : বিজয়

129

বাসস ক্রীড়া-৭
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
তামিম দলে থাকলে আত্মবিশ্বাস বেশি থাকে : বিজয়
চট্টগ্রাম, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জ্বরের কারনে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে ঢাকা প্লাটুনের প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। আর ঐ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে ১৬ রানে হারে ঢাকা। ২২২ রানের পাহাড় সমান টার্গেট পেয়েও ব্যাট হাতে দুর্দান্ত জবাব দেয় ঢাকা। ২০৫ রান পর্যন্ত গিয়ে ম্যাচ হারে তারা। তাই ঐ ম্যাচে তামিমকে বেশিই মিস করেছে দল, তা বুঝা গেল ঢাকার আরেক ওপেনার এনামুল হক বিজয়ের কন্ঠে। আজ দলের অনুশীলন শেষে বিজয় জানান, ‘তামিম ভাই দলে থাকলে আত্মবিশ্বাস বেশি থাকে।’
বিশ্রাম কাটিয় ‘বঙ্গবন্ধু’ বিপিএল দিয়ে দীর্ঘদিন আবারো মাঠে ফিরেন তামিম। ঢাকা পর্বে দলের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫ রান করেন তিনি। পরের ম্যাচেই নিজের জাত চেনান তামিম। কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৩ বলে ৭৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তাই ২০ রানে ম্যাচ জিতে টুর্নামেন্টের প্রথম জয়ের স্বাদও নেয় মাশরাফির ঢাকা। সিলেট থান্ডারের বিপক্ষেও পরের ম্যাচে ভালো শুরু করে ৩১ রানে থামেন তামিম। তারপরও দল ঐ ম্যাচে ২৪ রানে জয় পায়। যার সুবাদে টানা দুই জয় নিয়ে চট্টগ্রার্ম পর্ব শুরু করে ঢাকা প্লাটুন। কিন্তু তামিমকে ছাড়া চট্টগ্রাম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই হেরে যায় ঢাকা।
হারা ম্যাচে তামিমকে দল মিস করেছে বলে জানান বিজয়। তিনি বলেন, ‘তামিম ভাইকে তো সবাই মিস করবে। তিনি দলে থাকলে সবাই আলাদাভাবে উজ্জিবীত থাকে। শেষ ম্যাচে আমরা তাঁকে মিস করেছি। বড় রানের ম্যাচে তামিম ভাই যদি একটা ভালো শুরু এনে দেয় সেটা আমাদের জন্য পরবর্তীতে সহজ হয়ে যায়। পরবর্তী ম্যাচে দলের সঙ্গে যোগ দিলে আলাদা একটা উদ্দিপনা কাজ করবে। আশা করি তামিম ভাই ফিরে আসলে দল আরও শক্তিশালী হয়ে যাবে।’
বিপিএল ছাড়াও জাতীয় দলে খেলার সময় তামিমের সাথে ইনিংস ওপেন করার অভিজ্ঞতা রয়েছে বিজয়ের। তামিম অনুপস্থিতি থাকলে বিজয়ের নিজম্ব পাকিল্পনা থাকে,‘ ‘ওপেনার যেই থাকুক সবারই দায়িত্ব থাকে ভালো একটা শুরু এনে দেয়ার। যেখানে তামিম ভাই খুবই পারদর্শী। আশা করি তাঁকে সাপোর্ট দিতে পারব পরবর্তী ম্যাচগুলোতে। আমার একটা দায়িত্ব আছে ভালো একটা সূচনা করার। পাওয়ার প্লে’র ৬ ওভার ভালোভাবে ব্যবহার করার। নতুন বলটা ভালো মতো কাজে লাগানো। যেন মিডল অর্ডার ব্যাটসম্যানরা ইনিংসটা বড় করতে পারে। দু’টি ম্যাচে ভালো হয়েছে, আশা করছি সামনে আরও ভালো ভালো ইনিংস খেলতে পারব।’
এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ২টি করে জয় ও হার ঢাকা প্লাটুনের। এ অবস্থায় দলের অবস্থা কেমন মনে করছেন বিজয়? তিনি বলেন, ‘তামিম ভাই একটু অসুস্থ ছিল। ওয়াহাব রিয়াজ ছিল না। তারা আবার আসবে এটা আমাদের জন্য ভালো দিক। আর অবশ্যই চট্টগ্রামে বড় রানের ম্যাচ হয়েছে। আমার কাছে মনে হয়েছে, হারার চেয়ে ম্যাচটা দারুণ হয়েছে। কে হারবে কে জিতবে বলা যাচ্ছিল না। শেষ ম্যাচটা বলতে গেলে ভালো হয়েছে। আমরা তো ভালোই খেলছি। আমার কাছে মনে হয় এখনও হাতে অনেক দিন আছে। ভুলগুলো নিয়ে কাজ করে, সেখানে উন্নতি করতে পারলে সামনের ম্যাচগুলোতে ভালো করা যাবে।’
তামিমের পরিবর্তে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে বিজয়ের সঙ্গী ছিলেন আরেক বাঁ-হাতি মোমিনুল হক। প্রথমবারের মত এবারের বিপিএলে সুযোগ পেয়েই ৩৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন মোমিনুল। তার এমন ব্যাটিং-এ সন্তুস্ট বলে জানালেন বিজয়, ‘দারুণ খেলেছেন মোমিনুল ভাই। আসলে টি-২০তে টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে নেমেই এমন একটা ইনিংস আসলেই সহজ না। তিনি মানিয়ে নিয়েছে, শুভ সূচনা দিয়েছে। আশা করি এর ধারাবাহিকতা ধরে রাখবেন।’
চার ইনিংস ব্যাট করে এখন অবধি মাত্র একটি হাফ-সেঞ্চুরি পেয়েছেন বিজয়। তাই নিজের পারফরম্যান্সে খুব বেশি খুশী হতে পারছেন না বিজয়। সামনের ম্যাচগুলোতে ভালো করার প্রত্যয় তার, ‘ভালো খেলছি আবার খারাপও খেলছি। যেসব জায়গায় ভুল হচ্ছে চেষ্টা থাকবে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসার। যেখানে ভালো হচ্ছে আত্মবিশ্বাসের সঙ্গে আরও ভালো চেষ্টা থাকবে। সামনে আরও ম্যাচ আছে। চট্টগ্রামে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। চেষ্টা করবো ধারাবাহিক পারফরম্যান্স করার।’
এবারের বিপিএলে তরুণ বোলারদের পারফরমেন্স চোখে পড়েছে সকলের। বিজয়ও এর বাইরের নন। তিনি বলেন, ‘আমাদের দলের হাসান খুব ভালো বল করছে। স্লোয়ার, গতি সব মিলিয়ে ভালো লেগেছে। রানা আছে, সে খুব দারুণ বল করছে। নতুন ফরম্যাটে হঠাৎ করে এসে ধারাবাহিক পারফর্ম করা অনেকের জন্য সহজ হয় না। তরুণ যারা আছে ভালো করছে, এটা ভালো লাগার বিষয়।’
এবারের বিপিএলের উইকেট নিয়ে খুশী ক্রিকেটাররা। মাশরাফি-মাহমুদুল্লাহ তো অকপটে স্বীকারও করেছেন। এবার বিজয়ের ভাষ্য হলো এমন, ‘চট্টগ্রামের উইকেট ভালো। ঢাকার উইকেটটাও এবার আমার কাছে খুব ভালো লেগেছে। আগে অভিযোগ থাকলেও এবার আমার কাছে মনে হচ্ছে ঢাকার উইকেট ভালো হচ্ছে। দিনকে দিন আরও ভালো হবে।’
বাসস/এএসজি/এএমটি/১৮২০/স্বব