বাসস দেশ-১২ : ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা

163

বাসস দেশ-১২
পূজা উদযাপন পরিষদ- প্রতিযোগিতা
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা
ঢাকা, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ঢাকা বিভাগীয় পর্ব আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও প্রার্থনা করা হয়। পরে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতায় ঢাকা বিভাগের ১৭টি সাংগঠনিক জেলার ১৫৩ জন বিজয়ী প্রতিযোগী অংশগ্রহণ করেন।
ঢাকা বিভাগীয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা- ২০১৯ এর সমন্বয়ক জে. এল. ভৌমিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাগর হালদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিলন কান্তি দত্ত, অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সাংবাদিক স্বপন কুমার সাহা, শৈলেন্দ্রনাথ মজুমদার, জয়ন্ত সেন দীপু, নির্মল কুমার চ্যাটার্জী, পূরবী মজুমদার, বাবুল দেবনাথ, চন্দ্রনাথ পোদ্দার প্রমুখ।
বাসস/সবি/কেসি/১৮০৫/অমি