বক্সিং’ডে টেস্ট থেকে ছিটকে পড়লেন বাভুমা

156

জোহানেসবার্গ, ২০ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন চান টেস্ট সিরিজ শুরুর আগেআগেই বড় ধাক্কা খেল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। কোমরের ইনজুরির কারনে ইংল্যান্ডের আসন্ন বক্সিং’ডে টেস্ট থেকে ছিটকে পড়লেন দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যান তেম্বা বাভুমা। সেঞ্চুরিয়নে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।
ইতোমধ্যে বাভুমার কোমরে স্ক্যান করা হয়েছে। স্ক্যান রিপোর্টে জানা গেছে, কোমড়ের নিচের পেশীতে গ্রেড ওয়ান চোট পেয়েছেন বাভুমা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান চিকিৎসক শোয়াইব মাঞ্জরা জানান, সুস্থ হয়ে মাঠে ফিরতে ৭ থেকে ১০ দিন সময় লাগবে বাভুমার। এসময় পুনর্বাসনে থাকবেন বাভুমা।
এক বিবৃতিতে সিএসএ জানায়, ‘প্রথম টেস্টের জন্য বাভুমার সম্ভাব্য বদলি খেলোয়াড়ের নাম এ সপ্তাহে জানানো হবে।’
দেশের হয়ে ৩৯ টেস্টে ১টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরিতে ১৮১২ রান করেছেন ২৯ বছর বয়সী বাভুমা।