বাসস দেশ-৩৩ : ‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে সেন্সরী গার্ডেন উদ্বোধন

201

বাসস দেশ-৩৩
শিক্ষা-গার্ডেন
‘প্রয়াস’ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে সেন্সরী গার্ডেন উদ্বোধন
ঢাকা,১৯ ডিসেম্বর ২০১৯(বাসস):প্রথমবারের মত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অনুভূতিকে প্রাকৃতিকভাবে উদ্দীপ্ত করার জন্য ‘প্রয়াস’ এ সেন্সরী গার্ডেন উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত ঢাকা সেনানিবাসস্থ কেন্দ্রীয় প্রয়াস প্রাঙ্গণে এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
উদ্বোধন শেষে অতিথিরা বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠানে সেন্সরী গার্ডেনটির বিভিন্ন উপকরণ ও ব্যবস্থাপনাসমূহ ঘুরে দেখেন। যুগোপযোগী সহজ ব্যবহারযোগ্য এসব উপকরণ ব্যবহার করে বিশেষায়িত শিশুদের থেরাপী দান পদ্ধতি দেখে তারা মুগ্ধ হন এবং এর প্রশংসা করেন। প্রয়াসের দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় সেন্সরী গার্ডেনটির নির্মাণ কাজ,সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এবং প্রয়াসের যৌথ আর্থিক সহযোগিতায় সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সেনাবাহিনীর লজিষ্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো:মোশফেকুর রহমানসহ সামরিক বাহিনীর উধর্¡তন কর্মকর্তারা এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ পরিকল্পনা মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উধর্¡তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
প্রয়াস হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশিত হয়।
এসময় কেন্দ্রীয় প্রয়াসের পরিচালনা পর্ষদের সভাপতি অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাসস/আইএসপিআর/এসএস/১৮৫৫/এবিএইচ