বাসস দেশ-২৯ (লিড) : পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল আটক জঙ্গিরা : র‌্যাব

118

বাসস দেশ-২৯ (লিড)
এবিটি সদস্য-র‌্যাব ব্রিফ
পুলিশের ওপর হামলার পরিকল্পনা করেছিল আটক জঙ্গিরা : র‌্যাব
ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস): আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) গ্রেফতারকৃত চার জঙ্গি সদস্য পুলিশের ওপর অতর্কিত হামলার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছেন র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, তারা পুলিশের ওপর চাপাতি দিয়ে আক্রমণের পরিকল্পনা করেছিল। তাদের কাছ থেকে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত তিন মাসে এবিটি’র ২৩ জন জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান তিনি।
র‌্যাব-৪ এর হাতে গ্রেফতার চার জঙ্গি সদস্য হচ্ছে- মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী (৩৮), মো: মেহেদী হাসান শাকিল ওরফে বাবু (২০), মো: আব্দুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব (১৮) ও মো: নাজমুল হাসান (২৯)।
গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন রাইনখোলা ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৪।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮৩৫/কেএমকে