সুপ্রিম কোর্টের অবকাশে ২৩ ও ৩০ ডিসেম্বর আপিলে চেম্বার জজ জরুরি মামলা শুনবেন

188

ঢাকা, ১৯ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : আজ ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত সাপ্তাহিক ছুটি, সরকার ঘোষিত ছুটি ও সুপ্রিম কোর্টে অবকাশের কারণে দেশের সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ থাকবে।
তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয় শুনানি ও নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার জজ হিসেবে বিচারপতি মো. নুরুজ্জামানকে মনোনীত করেছেন প্রধান বিচারপতি। আগামী ২৩ ও ৩০ ডিসেম্বর বেলা ১১ টা থেকে চেম্বার জজ আদালতে বিচারিক কার্যক্রম চলবে বলে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এছাড়াও জরুরি মামলা শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য অবকাশকালীন বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে ৮টি বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।