বাসস ক্রীড়া-২১ : ওয়ার্নার-গাঙ্গুলীকে স্পর্শ করলেন রোহিত

229

বাসস ক্রীড়া-২১
ক্রিকেট-ওয়ানডে
ওয়ার্নার-গাঙ্গুলীকে স্পর্শ করলেন রোহিত
বিশাখাপত্তম, ১৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ওয়ানডেতে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরিতে ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে স্পর্শ করলেন টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা। আজ বিশাখাপত্তমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরির স্বাদ নেন রোহিত। তবে চলতি বছর ২৬ ইনিংসে এটি তার সপ্তম সেঞ্চুরি। এ ইনিংসের মাধ্যমে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরিতে গাঙ্গুলী ও ওয়ার্নারকে স্পর্শ করেন রোহিত।
২০০০ সালে ৩২ ইনিংসে গাঙ্গুলী ও ২০১৬ সালে ২৩ ইনিংসে ওয়ার্নার এক বছরে সাতটি করে সেঞ্চুরি করেছিলেন। তবে গাঙ্গুলী ও ওয়ার্নারকে ছাড়িয়ে সুযোগ এখনও আছে রোহিতের। এ বছর আর একটি ওয়ানডে আছে ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। আগামী ২২ ডিসেম্বরের ঐ ম্যাচে সেঞ্চুরি করলে এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরিতে দ্বিতীয়স্থানে নাম লিখবেন রোহিত।
দ্বিতীয়স্থানে এ কারনেই, এক বছরে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ডের মালিক ভারতের শচীন টেন্ডুলকার। ১৯৯৮ সালে ৩৩ ইনিংসে ৯টি সেঞ্চুরি করেছিলেন টেন্ডুলকার।
বাসস/এএসজি/এএমটি/২০০০/স্বব