বাসস দেশ-২৭ : শোষণ ও বৈষম্য অবসানের দিন ১৬ ডিসেম্বর’ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

136

বাসস দেশ-২৭
বিজয় দিবস- আলোচনা
শোষণ ও বৈষম্য অবসানের দিন ১৬ ডিসেম্বর’ : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০১৮ (বাসস) : মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বিজয়ের মাস আনন্দের মাস, বিজয়ের মাস স্বজন হারানোর মাস। বাঙালির ওপর দীর্ঘ তেইশ বছর ধরে চলে আসা অন্যায়, বঞ্চনা, শোষণ ও বৈষম্যের অবসান হয়েছিল ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর। বিজয় দিবসের মাধ্যমে যা বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল দিন।
আজ বুধবার ঢাকায় ইস্কাটন রোডে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার।
মহান বিজয় দিবস একদিনে আসেনি উল্লে¬খ করে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের প্রথম বীজ বপন করা হয়। এরপর জাতির পিতার বলিষ্ঠ নেতৃত্বে এ দেশের আপামর জনসাধারণ বাষট্রি সালের শিক্ষা আন্দোলন, ষেছট্রি সালের ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও সত্তর সালের নির্বাচনের মাধ্যমে স্বাধীনতা অর্জনের দিকে এগিয়ে যায়।
বাসস/সবি/এমএআর/১৯৪০/এএএ