বাসস দেশ-২০ : চীনা নাগরিক হত্যায় দুই সিকিউরিটি গার্ড চার দিনের রিমান্ডে

126

বাসস দেশ-২০
চীনা নাগরিক-হত্যা-রিমান্ড
চীনা নাগরিক হত্যায় দুই সিকিউরিটি গার্ড চার দিনের রিমান্ডে
ঢাকা, ১৮ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : রাজধানীর বনানীতে চীনা নাগরিক গাউজিয়ান হুই (৪৩) হত্যাকান্ডে গ্রেফতার বাসার দুই সিকিউরিটি গার্ডকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
তারা হচ্ছেন- আব্দুর রউফ (২৬) ও এনামুল হক (২৭)।
বনানী থানা আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক রকিবুর রহমান জানান,আজ বুধবার তাদের দুই জনকে আদালতে হাজির করে পুলিশ। এসময় বনানী থানায় করা হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফজলুল হক।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার তাদের দুইজনকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ লাখ ১৯ হাজার নগদ টাকা উদ্ধার করা হয়।
গত বুধবার (১১ ডিসেম্বর) সকালে বনানীর এ ব্ল¬কের ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির ফাঁকা জায়গার মাটি খুঁড়ে তার (চীনা নাগরিক) মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই ভবনে থাকতেন। ওই চীনা নাগরিক পদ্মা সেতুতে পাথর সরবরাহসহ সরকারের কয়েকটি মেগা প্রকল্পে কাজ করতেন।
বাসস/সংবাদদাতা/এমএমবি/১৮১৫/-কেজিএ