বাসস ক্রীড়া-১৫ : রেফারির সমালোচনায় ফ্যালকাও

676

বাসস ক্রীড়া-১৫
ফুটবল-বিশ্বকাপ-ইংল্যান্ড-কলম্বিয়া-ফ্যালকাও
রেফারির সমালোচনায় ফ্যালকাও
মস্কো, ৪ জুলাই ২০১৮ (বাসস) : রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলর ম্যাচে কলম্বিয়ার যে ছয়জন খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন তাদের একজন রাদামেল ফ্যালকাও। তার মতে ম্যাচ কর্মকর্তা মার্ক জেইগার তাদের দলের বিপক্ষে কাজ কেেছন। মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে রেফারি ইংলিশদের প্রতি পক্ষিপাতিত্ব করেছেন বলেও মন্তব্য করেন এই কলম্বিয় তারকা।
দক্ষিণ আমেরিকার ওই দলটি দ্বিতীয়ার্ধের পেনাল্টির কারণে থ্রি লায়নদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে ইংল্যান্ড। এর আগে ১২০ মিনিটের ময়দানী লড়াইয়ে কলম্বিয়ার ছয়জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখায় রেফারি। তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ ওই ম্যাচে গ্যারেথ সাউথগেটের দলের বিপক্ষে ২৩টি ফাউল করেছে কলম্বিয়া। তবে ফ্যালকাওয়ের মতে যুক্তরাস্ট্রের ওই রেফারির কারণে তারা সুযোগ লাভে ব্যর্থ হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনায় একজন আমেরিকান রেফারিকে দায়িত্ব দেয়ার বিষয়টি আমার কাছে ‘আজব’ মনে হয়েছে। সত্যিকার অর্থে এই প্রক্রিয়ায় দারুণ সন্দেহের সৃষ্টি করেছে। তিনি ইংলিশ বলতে পারেন। যার কারণেও তিনি পক্ষপাত হয়ে পড়েন। ছোটখাট বিষয়েও তিনি আমাদের চেপে ধরেন। আমাদের গোলটিতেই সেটি আমার কাছে পরিস্কার হয়ে গেছে।’
ফ্যালকাও বলেন, ‘ম্যাচে রেফারি আমাদের যথেষ্ট ভুগিয়েছেন। তিনি সবসময় ইংলিশদের পক্ষে সাড়া দিয়েছেন। এমন পরিস্থিতি আমাদের কাছে ‘ক্ষতিকর’ মনে হয়েছে। তিনি দুই দলের প্রতি সমান আচরণ করেননি। যখন কোন বিষয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে, তখনই তিনি ইংলিশদের পক্ষে সিদ্ধান্ত দিয়েছেন। বিশ্বকাপের ‘শেষ ষোলর ম্যাচে’ এমন আচরণ খুবই লজ্জাস্কর।’
বাসস/ওয়েবসাইট/এমএইচসি/২০১৫/-স্বব