বাসস দেশ-৩৪ : নীলফামারীতে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

205

বাসস দেশ-৩৪
উন্নয়ন-প্রকল্প
নীলফামারীতে ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
নীলফামারী, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলা সদরে ২ কোটি ৭০ লাখ ২১ হাজার ৬৮২ টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন সদর আসনের সংসদ সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
এলজিইডির অধীনে আজ মঙ্গলবার সকাল, দুপুর এবং বিকেলে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
দুপুরে তিনি কুন্দুপুকুর ইউনিয়নে মধ্য সুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কজের উদ্বোধন করেন।
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, যতদিন শেখ হাসিনা ক্ষতায় থাকবেন, ততদিন দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এখন আমাদের এলাকায় আর কোনো রাস্তা কাঁচা নেই। কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভাঙ্গা নেই। যেগুলো শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে জাতীয়করণ করা হয়েছে, সেগুলোর কাজও শুরু হয়েছে।’
মধ্য সুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাহেরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সহ-সভাপতি হাফিজুর রশীদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশীদা বানু, ঠিকাদার ফরহানুল হক প্রমুখ।
বাসস/সংবাদদাতা/এমএন/২০৫০/এএএ