বাসস ক্রীড়-২০ : মুশফিকের প্রশংসা করলেন ফস্টার ও ওয়াইজ শাহ

217

বাসস ক্রীড়-২০
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
মুশফিকের প্রশংসা করলেন ফস্টার ও ওয়াইজ শাহ
চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে রাজশাহী রয়্যালসের বিপক্ষে খুলনা টাইগার্সকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্নামেন্টের নবম ম্যাচে খুলনা টাইগার্স ৫ উইকেটে হারায় রাজশাহীকে। মুশফিকের এমন দুর্দান্ত ইনিংসকে ‘বিস্ময়কর’ বলে অ্যাখায়িত করেছেন খুলনার ইংলিশ কোচ জেমস ফষ্টার।
তিনি বলেন, ‘মুশি যেভাবে মাঠের চারদিকে খেলেছে সেটা বিস্ময়কর। আমার দেখা সেরা টি-২০ ইনিংসের একটি। বিশেষ করে পাওয়ার-প্লেতে দ্রুত দুই উইকেট হারাই আমরা। রানও বেশি ছিলো না আমাদের। চার নম্বরে ব্যাটিং-এ গিয়ে মুশফিক যা করলো তা বিস্ময় জাগানো। রুশোকে নিয়ে জয়ের ভিত গড়েছে সে।’’
ফস্টারের আগেই সংবাদ সম্মেলনে এসেছিলেন রাজশাহীর কোচ ওয়াইজ শাহ। মুশফিকের প্রশংসা তিনিও করলেন এভাবে, ‘মুশফিক অবিশ্বাস্য ভালো একটি ইনিংস খেলেছে। অসাধারন একটা ইনিংস।’
দলের জয়ের পথ সহজ করে ম্যাচের শেষ ওভারের তৃতীয় বলে আউট হবার আগে ৯টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে ৯৬ রান করেন মুশফিক।
বাসস/এএসজি/এএমটি/২০৪৫/স্বব