টি-২০ ক্রিকেটে মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস

261

চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : টি-২০ ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেললেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন মুশফিক। টি-২০ ফরম্যাটে যেকোন প্রতিযোগিতায় এটিই তার সেরা ব্যক্তিগত ইনিংস।
টি-২০ ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে মুশফিকের সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ৭২। ২০১৮ সালে শ্রীলংকায় নিদাহাস ট্রফিতে লিগ পর্বে পরপর দু’ম্যাচে শ্রীলংকা ও ভারতের বিপক্ষে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন মুশি।
আর আজকের ম্যাচের আগে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বা অন্য কোন প্রতিযোগিতায় মুশফিকের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিলো ৮৬ রানের। বিপিএলেই সেটি করেছিলেন তিনি।
আজ চট্টগ্রাম পর্বের প্রথম ও টুর্নামেন্টের নবম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৯ রান করে রাজশাহী রয়্যালস। জবাবে মুশফিকের অসাধারন ইনিংসে ২ বল বাকী রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। ম্যাচের শেষ ওভারের তৃতীয় বলে আউট হবার আগে ৯টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে ৯৬ রান করেন মুশফিক।