বাসস দেশ-২৯ : চুয়েটে কনফারেন্সে আসছেন ১০ দেশের আড়াইশ’ শিক্ষক

127

বাসস দেশ-২৯
চুয়েটে-কনফারেন্স
চুয়েটে কনফারেন্সে আসছেন ১০ দেশের আড়াইশ’ শিক্ষক
চট্টগ্রাম, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পদার্থ বিজ্ঞান বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স আগামীকাল বুধবার থেকে শুরু হবে। এতে ১০ দেশের ২৫০ জন শিক্ষক অংশগ্রহণ করবেন।
‘হাইলাইটিং ইনোভেশনস : চ্যালেঞ্জেস ইন ফিজিক’ স্লোগানে এ আয়োজনে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত, ফ্রান্স, মালেয়শিয়া, ইন্দোনেশিয়া, হংকং, নাইজেরিয়া ও বাংলাদেশের প্রায় আড়াই শ’ শিক্ষক, বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা, প্রফেশনালস ও বিশেষজ্ঞের মিলনমেলা বসবে।
আজ মঙ্গলবার দুপুরে চুয়েটের প্রশাসনিক ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কনফারেন্স চেয়ার ও পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
বুধবার সকাল ১০টায় চুয়েট কাউন্সিল কক্ষে কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কনফারেন্সে ৩টি কি-নোট স্পিচ, ২টি ইনভাইটেড টক, ১০টি টেকনিক্যাল সেশন এবং একটি পোস্টার প্রেজেন্টেশন থাকবে। এবার প্রাথমিকভাবে গৃহীত মোট ১৮৯টি গবেষণা প্রবন্ধের মধ্য থেকে ১৫৭টি গবেষণা প্রবন্ধ (৮৮টি ওর‌্যাল এবং ৬৯টি পোস্টার প্রেজেন্টেশন) কনফারেন্সে উপস্থাপনের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়।
সম্মেলনে কনফারেন্সে কি-নোট স্পিকার থাকবেন আন্তর্জাতিক ন্যানো টেকনোলজি বিশেষজ্ঞ ও কানাডার আলবার্টা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়েন কে হাইবার্ট, প্রখ্যাত প্লাজমা পদার্থবিদ ও জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ও ভারতের কলকাতা শাহ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সুশান্ত লাহিড়ী।
আমন্ত্রিত বক্তা থাকবেন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী ও মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাঈন উদ্দিন খন্দকার এবং বিশিষ্ট বস্তুবিজ্ঞানী ও ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দেব নারায়ণ জানা।
কনফারেন্স স্পিকার থাকবেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ড. এম শমসের আলী। বিশেষ অতিথি থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং চুয়েটের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী।
এতে সভাপতিত্ব করবেন কনফারেন্স চেয়ার ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
বাসস/জিই/কেএস/বিকেডি/১৯৫৫/-এসই