বাজিস-৩ নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন

217

বাজিস-৩
নড়াইল-মানববন্ধন
নড়াইলে শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন
নড়াইল, ১৭ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় শহীদ মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় শহীদ পরিবারের উদ্যোগে গণকবরের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা, তরফদার ফরিদুল ইসলাম, জুলহাস সিকদার, আব্দুর রহিম, তরফদার রেজাউল ইসলাম, সাজ্জাদ হোসেন টিপু প্রমূখ।
এসময় বক্তরা বলেন, মুক্তিযুদ্ধের সময় সদর উপজেলার তুলারামপুর গ্রামের মুক্তিকামী ৮জনকে ধরে এনে অমানুষিক নির্যাতন করে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের মধ্যে জীবিত কবর দেয় পাকিস্তনী হানাদার বাহিনী। স্বাধীনতার ৪৮ বছরেও ওইসব শহীদদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় স্থান পায়নি। অবিলম্বে ওইসব শহীদদের নাম শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তভূক্তির দাবি জানান তারা।
মানবন্ধনে শহীদ পরিবারের আত্মীয় স্বজনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ২০ জুলাই নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রাম থেকে পাক হানাদার বাহিনী ও এদেশীয় রাজাকাররা মুক্তিকামী ৮ জনকে ধরে এনে জীবিত কবর দেন। শাহাদত বরণকারীরা হলেন, তরফদার আতিয়ার রহমান, আ:সালাম তরফদার, আলতাফ হোসেন তরফদার, রফিকুল ইসলাম তরফদার, মাহাতাব উদ্দিন তরফদার, কায়জার রহমান, মোকাম মোল্যা ও মকবুল হোসেন সিকদার।
বাসস/সংবাদদাতা/১১-৫৫/নূসী