বাসস দেশ-২৬ : তাসখন্দে বিজয় দিবস উদযাপিত

416

বাসস দেশ-২৬
বিজয় দিবস-তাসখন্দ
তাসখন্দে বিজয় দিবস উদযাপিত
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আজ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। এখানে প্রাপ্ত এক বার্তায় এ খবর জানা গেছে।
চ্যান্সারি চত্বরে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। রাষ্ট্রদূত মাসুদ মান্নান জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে কূটনীতিক, মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দূতাবাসের কর্মকর্তাসহ তাসখন্দে বসবাসকারি প্রবাসী বাংলাদেশীরা যোগ দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কূটনৈতিক কোরের ডিন এবং রাশিয়ার রাষ্ট্রদূত ভøাদিমির তুরজেনেভ, উজবেকিস্তানের রাষ্ট্রদূত সুরত মিরকাশিমভ, উজবেকিস্তানে নিযুক্ত এমএফএ’র প্রতিনিধি বারাতব আজিজ এবং উজবেকিস্তানের সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালক তুরসুনকুলোভা নিলুফার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁর সহকর্মীদের এবং কূটনৈতিক কোরের সদস্যবর্গকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বাসস/এসএএস/অনু-অমি/২০২৫/-শআ