বাসস দেশ-২৩ : কোলকাতা উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত

261

বাসস দেশ-২৩
উপ-হাইকমিশন-বিজয় দিবস
কোলকাতা উপ-হাইকমিশনে বিজয় দিবস উদযাপিত
কোলকাতা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে আজ মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-হাইকমিশনার তৌফিক হাসান। এর পর বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
এ ছাড়াও সোমবার সকাল ১০টায় মৌলানা আজাদ কলেজের (সাবেক ইসলামিয়া কলেজ) বেকার সরকারি হোস্টেলে ‘বঙ্গবন্ধুর স্মৃতি কক্ষে’ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পরে লাখো শহীদের আত্মার শান্তি কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে বিজয় দিবস উপলক্ষে কোলকাতাস্থ বাংলাদেশ উপ-হাই কমিশন আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) পর্যন্ত তিন দিনব্যাপি এক অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
প্রধানমন্ত্রীর আন্তর্জতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।
বাসস/সংবাদদাতা/জেডআরএম/১৯২৫/-শআ