বাসস দেশ-২২ : সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিএম কাদের

248

বাসস দেশ-২২
জিএম কাদের-স্মৃতিসৌধে পুস্পস্তবক
সন্ত্রাস ও জঙ্গিমুক্ত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : জিএম কাদের
ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি বলেছেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও জঙ্গিমুক্ত দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষুধা, দারিদ্র ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আজ জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধীতা করেছিলেন, তাদের সম্পর্কে জাতির সুস্পষ্টভাবে ধারনা থাকা দরকার। তাই সত্যিকার রাজাকারদের তালিকা দেশবাসীর জন্য মঙ্গলজনক।
জাতীয় পার্টির মহাসচিব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস.এম. ফয়সল চিশতী, আজমা আক্তার এমপি, উপদেষ্টা- রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন আহমেদ বাবুল, আহসান আদেলুর রহমান এমপি, মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব শেখ আলমগীর হোসেন, সুলতান আহমেদ সেলিম, সম্পাদকমন্ডলীর সদস্য মোঃ আমির হোসেন ভূঁইয়া, ফখরুল আহসান শাহজাদা ও মঞ্জুরুল হক প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এফএইচ/১৯১০/-শআ