বাসস দেশ-১৮ : মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন শাজাহান খান

244

বাসস দেশ-১৮
শাজাহান-ভারতীয় সেনা
মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন শাজাহান খান
কলকাতা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : শাজাহান খান এমপি গতকাল রোববার এখানে এক সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের সময় ভারতের সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন।
তিনি বলেন, ‘ভারতীয় সেনাবাহিনীর অবদান অবিস্মরণীয় এবং ভারত সরকারের সহায়তায় আমরা আমাদের বিজয় অর্জন করেছি। ’
সাবেক নৌমন্ত্রী শাজাহান কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সদর দফতরে ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছিলেন।
বাংলাদেশের মতো প্রতি বছর, ভারতও ১৬ ডিসেম্বর ‘বিজয়’ দিবস’ উদযাপন করে । দিবসটি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। এসব কর্মসূচির মধ্যে ছিল সামরিক কনসার্ট, যুদ্ধ ঘোড়ার প্রদর্শনী, হেলিকপ্টার অনুশীলন এবং আলোচনা অনুষ্ঠান।
বাংলাদেশের মুক্তিযোদ্ধা এবং উভয় দেশের আহত সেনা সদস্যরা চার দিনের কর্মসূচিতে অংশ নিয়েছেন যেখানে ৩০ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা জানানো হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৮৩৫/-শআ