বিজয় দিবস উপলক্ষে বায়তুল মুকাররম মসজিদে দোয়া মাহফিল

154

ঢাকা, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস): মহান বিজয় দিবস-২০১৯ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সকাল ৯ টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পবিত্র কুরআনখানী, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মহিউদ্দিন কাশেম।
এছাড়া দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাতে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোঃ আনিছুর রহমান সরকারসহ ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লীগণ অংশ গ্রহণ করেন।
এছাড়াও সকাল ১০টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর আলহাজ্জ মিজবাহুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।