বাসস ক্রীড়া-২ : বন্দরনগরী চট্টগ্রাম পর্বে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের টিকিট মূল্য নির্ধারণ

113

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
বন্দরনগরী চট্টগ্রাম পর্বে ‘বঙ্গবন্ধু’ বিপিএলের টিকিট মূল্য নির্ধারণ
চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : ঢাকা পর্ব শেষে আগামীকাল থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের লড়াই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। এই ১২টি ম্যাচের টিকিট মূল্য ও প্রাপ্তিস্থান নির্ধারণ করে দিয়েছে এবারের বিশেষ বিপিএলের আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
চট্টগ্রাম পর্বে বঙ্গবন্ধু বিপিএলের টিকিটের দাম সর্বনি¤œ দুইশ’ টাকা ও সর্বোচ্চ এক হাজার পাঁচশত টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা পর্বে সর্বনি¤œ দাম ছিল দুইশ’ টাকা ও সর্বোচ্চ দাম ছিল দুই হাজার টাকা।
আজ থেকে টিকিট বিক্রি শুরু হবে। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কিনতে পারবে ক্রিকেট প্রেমিরা। দু’টি স্থানে পাওয়া যাবে বিপিএলের টিকিট। সাগরিকার বিটাক মোড়ে ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট বুথে টিকিট কিনতে পাওয়া যাবে।
টিকিটের মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড-১৫০০ টাকা
রুফ টপ-১০০০ টাকা
ইন্টারন্যশনাল স্ট্যান্ড-৫০০ টাকা
ক্লাব হাউজ-৫০০ টাকা
পশ্চিম গ্যালারি-৩০০ টাকা
পূর্ব গ্যালারি-২০০ টাকা
বাসস/এএসজি/এএমটি/১৭০৫/স্বব