বাজিস-৭ : হবিগঞ্জে ইটভাটা ও রাবার ফ্যাক্টরিকে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা

217

বাজিস-৭
হবিগঞ্জ- জরিমানা
হবিগঞ্জে ইটভাটা ও রাবার ফ্যাক্টরিকে তিন লাখ ৬০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জ, ১৫ ডিসেম্বর ২০১৯ (বাসস) : জেলার বাহুবল উপজেলার দশটি ইটভাটাকে তিনলাখ ১০ হাজার টাকা এবং একটি রাবার ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার অভিযান পরিচালনাকালে পরিবেশ আইনে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক ও সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিচিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা হক জানান, যথানিয়মে ইট তৈরি না করায় এবং পরিবেশ আইন অনুসরন না করায় এই জরিমানা করা হয়।এর মধ্যে যমুনা, পদ্মা-১, পদ্মা-২. সুরমা, ইন্তাজ, রিয়াদ ও নিউ শাপলা ব্রিকস ফিল্ডসহ ১০টি ইটভাটাকে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মাঝে ৯টি কে ৩০ হাজার টাকা করে এবং একটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও লেটেক্স রাবার ফ্যাক্টরিকে পরিবেশ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসস/সংবাদদাতা/২১১০/এমকে