নীলফামারীতে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা

276

নীলফামারী, ১৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে পেট্রোল পাম্পে এবার সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলা পুলিশের উদ্যোগে বাস্তবায়িত ওই কর্মসূচির রোববার বিকেল ৪টার দিকে উদ্ধোন করেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন।
জেলা শহরের বাদিয়ার মোড় নামক স্থানে মুক্তা পেট্রোল পাম্পে ওই কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম আতিকুর রহমান, রবিউল ইসলাম, রুহুল আমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, জেলায় মোট ৩৯টি পেট্রোলপাম্প রয়েছে। এরমধ্যে এপর্যন্ত ১৯ টিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রম বাকিগুলোতে স্থাপন করা হবে। পেট্রোল পাম্প মালিক নিজস্ব অর্থায়নে এসব সিসি ক্যামেরা স্থাপন করছেন।
তিনি বলেন, পেট্রোল পাম্পের নিরাপত্তা এবং হেলমেট ছাড়া ফুয়েল দেওয়া হচ্ছে কিনা সেটি মনিটরিং করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।