নীলফামারীতে দুস্থ মা শিশুদের মাঝে কম্বল বিতরণ

190

নীলফামারী, ১৫ নভেম্বর, ২০১৯ (বাসস) : জেলায় পাঁচহাজার ৬৪৬ জন দুস্থ মা ও শিশুর মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে।
একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে আজ রোববার দুপুর ২টার দিকে নীলফামারী আধুনিক সদর হাসাপাতাল চত্বরে এসব কম্বল বিতরণ করেন সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন।
এসময় উপস্থিত ছিলেন জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আফরোজা বেগম।
আয়োজকরা জানান, নিরাপদ মাতৃত্বে জেলার ছয় উপজেলায় ২০১৬ সাল থেকে বিদেশি সহায়তায় ‘স্ট্রেনদেনিং হেলথ আউটকামস্ ফর ওমেন এ- চিলড্রেন (শো)’ প্রকল্পের কাজ চলছে। এই প্রকল্পের উকারভোগির ৫ হাজার ৬৪৬ জনের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।