বাসস ক্রীড়া-৪ : গোঁড়ালির ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে রিবেরি

101

বাসস ক্রীড়া-৪
ফুটবল-ইনজুরি
গোঁড়ালির ইনজুরির কারণে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে রিবেরি
মিলান, ১৫ ডিসেম্বর ২০১৯ (বাসস) : ডান গোঁড়ালির অস্ত্রোপচারের কারনে ১০ সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফ্রেঞ্চ অভিজ্ঞ মিডফিল্ডার ফ্র্যাংক রিবেরি। তার ক্লাব ফিওরেন্টিনা এই তথ্য নিশ্চিত করেছে।
গত ৩০ নভেম্বর লিস মিডফিল্ডার পানাগিওটিস টাখস্টিডিসের সাথে সংঘর্ষ হবার পর ৩৬ বছর বয়সী রিবেরি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর জার্মানীতে এই মিডফিল্ডারের গোঁড়ালিতে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে ক্লাব সূত্রটি জানিয়েছে। রোববার ফ্লোরেন্সে ফিরে বায়ার্ন মিউনিখের সাবেক এই খেলোয়াড়ের ফিজিওথেরাপি চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে। আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি হালকা অনুশীলন শুরু করতে পারবেন। ১০ সপ্তাহের মধ্যে রিবেরি স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
সব ধরনের প্রতিযোগিতায় টানা চার ম্যাচে পরাজিত হয়ে হতাশ করেছে ফিওরেন্টিনা। রেলিগেশন জোন থেকে পাঁচ পয়েন্ট উপরে উঠে সিরি-এ লিগে তাদের বর্তমান ১৩তম।
বাসস/নীহা/১৫১০/স্বব