অবশেষে টাইব্রেকারে জয়ের স্বাদ নিলো ইংল্যান্ড

308

সোচি (রাশিয়া), ৪ জুলাই ২০১৮ (বাসস) : অবশেষে বিশ্বকাপ মঞ্চে টাইব্রেকারে জয়ের স্বাদ নিলো ইংল্যান্ড ফুটবল দল। জেরার্ড-রুনি-ল্যাম্পার্ড-স্কোলসদের সোনালি প্রজন্ম যা করতে পারেনি, গতরাতে হ্যারি কেনের দল তা করে দেখালো। গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের দৃঢ়তায় টাইব্রেকারে জয় তুলে নেয় ইংল্যান্ড।
গতরাতে চলতি বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে ইংল্যান্ড টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় কলম্বিয়াকে। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা ও পরবর্তীতে অতিরিক্ত ৩০ মিনিটে গোল শুন্য থাকলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। আর তাতেই মনে মনে ভয় পেতে থাকে ইংল্যান্ড। কারণ বিশ্বকাপ আসরে কখনোই টাইব্রেকারে জিততে পারেনি ইংল্যান্ড।
১৯৯০ সালের বিশ্বকাপে সেমিফাইনালে ট্রাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। জার্মানির সাথে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ হারে ইংলিশরা।
এরপর ১৯৯৮ বিশ্বকাপের শেষ ষোলতে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে ৪-৩ গোলে ম্যাচ হারে ইংল্যান্ড। এখানেই টাইব্রেকার খড়া কেটে যায়নি ইংল্যান্ডের ।
২০০৬ সালের বিশ্বকাপে পর্তুগালের কাছে টাইব্রেকারে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। তাই বিশ্বকাপ মঞ্চে তিনবারই টাইব্রেকারে গিয়ে স্বপ্নের সমাপ্তি ঘটেছিলো ইংলিশদের।
অবশেষে বিশ্বকাপে টাইব্রেকারে জিতলো ইংল্যান্ড। তিনবার টাইব্রেকারে হারের পর অবশেষে জয়ের দেখা পেল তারা। এই জয়ে কোয়ার্টারফাইনালে উঠে গেল ইংলিশরা।
বাসস/এএমটি/১৭১৫/মোজা/স্বব