বাসস ক্রীড়া-৭ : ২০২২ পর্যন্ত লিভারপুলের সাথে চুক্তি বৃদ্ধি করলেন মিলনার

126

বাসস ক্রীড়া-৭
ফুটবল-চুক্তি
২০২২ পর্যন্ত লিভারপুলের সাথে চুক্তি বৃদ্ধি করলেন মিলনার
লন্ডন, ১৪ ডিসেম্বর ২০১৯ (বাসস) : প্রিমিয়ার লিগে বর্তমানে শীর্ষে থাকা লিভারপুরের সাথে চুক্তি বৃদ্ধি করেছেন মিডফিল্ডার জেমস মিলনার। নতুন চুক্তি অনুযায়ী ২০২২ সাল পর্যন্ত লিভারপুলেই থাকবেন মিলনার।
৩২ বছর বয়সী অভিজ্ঞ এই মিডফিল্ডার ২০১৫ সালের জুনে ফ্রি ট্রান্সফারের সুবিধায় ম্যানচেস্টার সিটি থেকে অল রেডসে যোগ দিয়েছিলেন। চলতি মৌসুমে তার সাথে লিভারপুলের চুক্তি শেষ হবার কথা ছিল।
গত মৌসুমে মিলনার লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন, আগস্টে জিতেছেন সুপার কাপ।
নতুন চুক্তিতে স্বাক্ষর করার পর মিলনার বলেছেন, ‘এটা অবশ্যই আমার জন্য আদর্শ একটি ক্লাব। এখানে দীর্ঘ সময় থাকা ও খেলার সুযোগ পাওয়া সত্যিই সৌভাগ্যের। এখনো অনেক পথ বাকি, তবে আমি প্রতিদিনই চেষ্টা করছি নিজের উন্নতি করার ও ক্লাবের সাফল্যে অবদান রাখার।’
লিভারপুলের কোচ হিসেবে জার্গেন ক্লপ ২০২৪ সাল চুক্তি বৃদ্ধি করার দিনেই মিলনারের চুক্তি নবায়নের ঘোষনা আসলো।
২০০২ সালে মাত্র ১৬ বছর বয়সে লিডসের হয়ে মিলনারের প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছিল। ২০০৯ সালে প্রথমবারের মত ইংল্যান্ডের জার্সি গায়ে মাঠে নেমে এ পর্যন্ত খেলেছেন ৬১টি ম্যাচ। ২০১৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিয়েছিলেন।
লিভারপুলের হয়ে ১৯৮টি ম্যাচে করেছেন ২৫ গোল, খেলেছেন পাঁচটি কাপ ফাইনালে। এবারের মৌসুমে রেডসের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২১টি ম্যাচে খেলেছেন। প্রিমিয়ার লিগে বর্তমানে লিভারপুল আট পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে, চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ১৬’তে জায়গা করে নিয়েছে।
বাসস/নীহা/১৫৫৫/স্বব