বাসস ক্রীড়া-২ : নাইমের ব্যাটিং নৈপুণ্যে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ১৫৭ রান

117

বাসস ক্রীড়া-২
ক্রিকেট-বঙ্গবন্ধু বিপিএল
নাইমের ব্যাটিং নৈপুণ্যে রংপুরের সংগ্রহ ৮ উইকেটে ১৫৭ রান
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : বাঁ-হাতি ওপেনার মোহাম্মদ নাইমের ব্যাটিং দৃঢ়তায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের সপ্তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৭ রান করেছে রংপুর রেঞ্জার্স। ৫৪ বলে ৭৮ রান করেন নাইম।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে কাজে লাগানোর ইঙ্গিত দিয়েছিলেন রংপুরের দুই ওপেনার আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদ ও মোহাম্মদ নাইম। ৩ ওভারে ২৫ রান সংগ্রহ করেন তারা। তবে চতুর্থ ওভারের প্রথম বলে বিচ্ছিন্ন হন শেহজাদ-নাইম। ৯ রানে শেহজাদকে থামিয়ে চট্টগ্রামকে প্রথম সাফল্য এনে দেন ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস।
শেহজাদের বিদায়ের পরও এক প্রান্ত আগলে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন নাইম। এতে দ্রুততার সাথেই ঘুড়ছিলো রংপুরের রানের চাকা। নাইমের সাথে ছোট-ছোট জুটি গড়েন দলের অন্যান্য ব্যাটসম্যানরা। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। সতীর্থদের ব্যর্থতার মাঝে ২৬ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন নাইম। তার ব্যাটিং দৃঢ়তায় ১৩তম ওভারে দলের স্কোরও স্পর্শ করে একশতে।
হাফ-সেঞ্চুরির পরও নিজের ইনিংসটি বড় করছিলেন নাইম। শেষ পর্যন্ত ১৮তম ওভারে থামেন তিনি। ৬টি চার ও ৩টি ছক্কায় ৫৪ বলে ৭৮ রান করেন নাইম। এছাড়া অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবী ১টি করে চার-ছক্কায় ১২ বলে ২১ রান করেন। শেষ পর্যন্ত ফলে ৮ উইকেটে ১৫৭ রানের লড়াই করার পুঁিজ পায় রংপুর।
চট্টগ্রামের উইলিয়ামস ৩৫ রানে ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর :
রংপুর রেঞ্জার্স : ১৫৭/৮, ২০ ওভার (নাইম ৭৮, নবী ২১, উইলিয়ামস ২/৩৫)।
বাসস/এএসজি/এএমটি/১৫৩০/স্বব