বাসস ক্রীড়া-৬ : যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করবে নেদারল্যান্ড

116

বাসস ক্রীড়া-৬
ফুটবল-প্রীতি ম্যাচ
যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করবে নেদারল্যান্ড
ব্রাসেলস, ১৪ ডিসেম্বর ২০১৯ (বাসস) : ইউরো ২০২০’র প্রস্তুতি হিসেবে আগামী বছর মার্চে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আইন্দোভেনে একটি প্রীতি ম্যাচ আয়োজন করবে নেদারল্যান্ড। ডাচ ফুটবল এসোসিয়েশন এই তথ্য নিশ্চিত করেছে।
আগামী ১৬ মার্চ ম্যাচ আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। তিন দিন পর স্পেনের বিপক্ষে আমাস্টারডামে প্রীতি ম্যাচের বিষয়টি ইতোমধ্যেই নিশ্চিত হয়েছে। ২০১৪ সালে বিশ্বকাপে তৃতীয় স্থান দখল করার পর এই প্রথম কোন বড় টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে নেদারল্যান্ড।
রোল্যান্ড কোম্যানের পুনর্জীবিত ডাচ দলটি আগামী বছর ইউরো চূড়ান্ত পর্বের গ্রুপ-সি’তে অস্ট্রিয়া, ইউক্রেন ও একটি প্লে-অফ বিজয়ী দলের মোকাবেলা করবে। গ্রুপে পর্বের তিনটি ম্যাচই ডাচ রাজধানী অ্যামারাস্টারডামে অনুষ্ঠিত হবে।
বাসস/নীহা/১৫৫০/স্বব