বাসস ক্রীড়া-১৩ : লটন-লিনেকারের সমান কেন

186

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-ইংল্যান্ড-কেন-রেকর্ড
লটন-লিনেকারের সমান কেন
সোচি (রাশিয়া), ৪ জুলাই ২০১৮ (বাসস) :রাশিয়া ফুটবল বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে লড়াইয়ে ইংল্যান্ডের হয়ে এক গোল করেন দলের অধিনায়ক হ্যারি কেন। যার মাধ্যমে জাতীয় দলের হয়ে টানা ছয় ম্যাচেই গোল করার রেকর্ডে ইংল্যান্ডের সাবেক খেলোয়াড় ৭৭ বয়সী টমি লটনের পাশে বসলেন কেন। ইংল্যান্ডের হয়ে টানা ছয় ম্যাচে গোল করে এতদিন এককভাবে নিজের দখলে রেকর্ডটি রেখেছিলেন লউটন।
লটনকে স্পর্শ করার পাশাপাশি ইংল্যান্ডের আরেক সাবেক খেলোয়াড় গ্যারি লিনেকাররেরও পাশে বসলেন কেন। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ৫ ম্যাচে ৬ গোল করেছিলেন লিনেকার। চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ৬ গোল করেছেন কেন। ফলে এই অর্জনেও লিনেকারের পাশে বসলেন কেন। তবে লিনেকার যেখানে ৫ ম্যাচ খেলেছেন, সেখানে মাত্র ৩ ম্যাচে ৬ গোল করলেন কেন।
তাই কোয়ার্টারফাইনালে গোল পেলে লটন ও লিনেকারকে ছাড়িয়ে যাবার সুর্বন সুযোগ রয়েছে কেনের। লিনেকারকে ছাড়িয়ে গেলে বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের হয়ে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেন।
এমন রেকর্ডের সামনে দাঁড়িয়ে উচ্ছসিত কেন নিজেও। তবে নিজের পারফরমেন্সে আরও উন্নতি করতে ইচ্ছা তার, ‘লটন-লিনেকারের সমান হতে পেরে আমি গর্বিত। কারন তারা কিংবদন্তি খেলোয়াড় ছিলেন। আমি সামনে আরও ভালো পারফরমেন্স করতে চাই। দলকে জয়ের স্বাদ দিতে চাই। বিশ্বকাপের পরবর্তী ম্যাচের দিকে আমরা তাকিয়ে।’
বাসস/এএমটি/১৭২৫/স্বব