বাসস ক্রীড়া-১১ : ফুটবল দলের জয়ে ড্রেসিংরুমে আনন্দ-উল্লাস করলো ক্রিকেট দল

157

বাসস ক্রীড়া-১১
ফুটবল-ইংল্যান্ড ক্রিকেট দল
ফুটবল দলের জয়ে ড্রেসিংরুমে আনন্দ-উল্লাস করলো ক্রিকেট দল
লন্ডন (ইংল্যান্ড), ৪ জুলাই ২০১৮ (বাসস) : বেলজিয়ামের বিপক্ষে টাইব্রেকারে পঞ্চম ও শেষ শটে গোল করলেই ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে যাবে ইংল্যান্ড। এমন সমীকরণে রাশিয়ার সোচিতে গতরাতে মিডফিল্ডার এরিক ডায়ার গোল করে ৪-৩ ব্যবধানে ইংল্যান্ডকে দুর্দান্ত এক জয়ের স্বাদ দেন। জয়ের পর রাশিয়ার সোচি স্টেডিয়ামে আনন্দ উল্লাস করেছে ফুটবল দল। ফুটবল দলের জয়ে ম্যানচেষ্টার স্টেডিয়ামের ড্রেসিংরুমে আনন্দ উল্লাস করেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
ইংল্যান্ড ফুটবল দলের খেলা চলাকালীন ব্যাট-বল হাতে মাঠের লড়াইয়ে ছিলো ইংল্যান্ড ক্রিকেট দল। ম্যানচেষ্টারে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে লড়াই করে মরগানের দল। ম্যাচটি ৮ উইকেটের বড় ব্যবধানে হারে মরগান-বাটলাররা।
কিন্তু ক্রিকেট ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে ফুটবল দলের বাকী সময়ের খেলা উপভোগ করেন মরগান-বাটলাররা। টাইব্রেকারে গড়ানো ম্যাচে ডায়ারের শেষ গোলের পরই ড্রেসিংরুমে আনন্দে নেচে উঠেন বাটলার-জেসন রয়-মঈন আলীসহ সবাই।
এই আনন্দের মুহূর্ত মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটি বেশ সাড়াও ফেলে।
কিছুদিন আগে মহিলা এশিয়া কাপে বাংলাদেশ দলের জয়ের শেষ মুহূর্তটি মিরপুরের ড্রেসিংরুমে থাকা অবস্থায় ভিডিও করেছিলো বাংলাদেশ পুরুষ দল। পরে বাংলাদেশ দল সেটি ফেসবুকে আপলোড দেয়। কুয়ালালামপুরের ঐ ফাইনাল ম্যাচে ভারতকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ।
বাসস/এএমটি/১৭২০/মোজা/স্বব