কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের তীর ভাঙ্গন রোধে ৩০২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

286

কুড়িগ্রাম, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : জেলার চিলমারী ও উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদের ডানতীর ভাঙ্গন রোধে ৩০২ কোটি টাকার একটি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ বিকালে চিলমারীর রমনা এলাকায় এই প্রকল্পের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন।
পানি উন্নয়নের বোর্ডের বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় ৪ হাজার ৮০০ মিটার তীর সংরক্ষণ ও ৫২ কিলোমিটার বাঁধ মেরামতের কাজ রয়েছে। এই প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন মাস পর্যন্ত। এতে ব্যয় ধরা হয়েছে ৩০২ কোটি টাকা।
প্রকল্পের উদ্বোধন কালে জাকির হোসেন বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চিলমারী উপজেলা নদী ভাঙনের কবল থেকে রক্ষা পাবে। নদী খননের মাধ্যমে নৌ-রুট সচল রাখা হবে এবং চিলমারী বন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি করা যাবে । এছাড়া এতে ব্যাপক কর্মসংস্থানও হবে।
চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের রংপুর অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এ রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার ও রমনা ইউপি চেয়ারম্যান আজগার আলী।