অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন ব্রাভো

292

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস): অবসর ভেঙ্গে আবারো খেলায় ফেরার ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লুআইসিবি) সাবেক সভাপতি ডেভ ক্যামেরনের সঙ্গে তিক্ত সম্পর্কের কারণে এক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ব্রাভো। তবে এ বছরের শুরুর দিকে বোর্ডের নতুন সভাপতি হিসেবে রিকি স্কেরিট দায়িত্ব নেয়ায় নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে শুক্রবার পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ব্রাভো।
আজ দেয়া এক বিবৃতিতে ৩৬ বছর বয়সী ব্রাভো বলেন, ‘আজ আমি বিশ্বব্যাপী আমার ভক্ত ও শুভাকাক্সক্ষীদের কাছে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছি।’
তিনি আরো বলেন, ‘এটা কোন গোপন বিষয় নয়, প্রশাসনিক পর্যায়ে পরিবর্তনের কারণেই আমার এ ঘোষণা দেয়া। যাই হোক সব কিছু মিলিয়ে আমি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার চিন্তা করছি এবং ইতিবাচক পরিবর্তনের কারণেই আমার এমন সিদ্ধান্ত।’
ক্যামেরনের সঙ্গে ব্রাভোর সম্পর্ক ছিল তিক্ত। নিজের ক্যারিয়ার ধ্বংসের জন্য ক্যামেরনকেই দায়ী করেছিলেন ব্রাভো। দেনা-পাওনা নিয়ে বনিবনা না হওয়ায় ব্রাভোর নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ দল ২০১৪ সালে ভারত সফরে একটি ওয়ানডে সিরিজের মাঝ পথে দেশে ফিরে এলে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
ব্রাভো বলেন, ‘কোচ ফিল সিমন্স এবং অধিনায়ক কাইরন পোলার্ডের বর্তমান নেতৃত্ব নিয়ে আমি রোমাঞ্চিত এবং এই ফেরাটা ও সুযোগ পাওয়াটা সত্যিই বিশেষ কিছু।’
২০১৮ সালে অবসর ঘোষনা করলেও ২০১৬’র সেপ্টেম্বরের পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সুযোগ পাননি ব্রাভো।