বাসস ক্রীড়া-১০ : নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছেন গুরবাজ

132

বাসস ক্রীড়া-১০
ক্রিকেট-গুরবাজ-বিবিপিএল
নিজের স্বাভাবিক খেলাটাই খেলেছেন গুরবাজ
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস): বিপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি হাকিয়েছেন খুলনা টাইগার্সের ওপেনার রহমতুল্লাহ গুরবাজ। বৃহস্পতিবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার ১৮ বলে ৫০ রানের ইনিংসটিই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খুলনার আট উইকেটের জয়ে ভূমিকা রেখেছে।
হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরপরই আউট হয়ে যান গুরবাজ। তবে অধিনায়ক মুশফিকুর রহিমের পরামর্শে স্বাভাবিক খেলার কারণেই তিনি এই সফলতা পেয়েছেন বলে জানিয়েছেন। অল্পের জন্য বিপিএলে পাকিস্তানী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের রেকর্ড ভাঙ্গতে পারেননি গুরবাজ। বরিশাল বার্নার্সের হয়ে ২০১২ সালে দুরন্ত রাজশাহীর বিপক্ষে শেহজাদের ১৬ বলে করা ৫০ রান এখনো রেকর্ড বইয়ের জায়গা দখল করে আছে। তবে ৭ বছর আগের ওই রেকর্ড ভাঙ্গতে না পারলেও নিজের এই কির্তিতে সন্তুস্ট গুরবাজ। ম্যাচ শেষে তিনি বলেন, ‘উইকেট খুব ভাল ছিল এবং আমাদের কোচ ও অধিনায়ক বলে দিয়েছিলেন স্বাভাবিক খেলাটা খেলার জন্য। তাদের পরামর্শ অনুযায়ী আমি আমার স্বাভাবিক খেলাটা খেলে গেছি। উইকেটটি ব্যাটিং সহায়ক ছিল। ফলে বেশ সহজেই রান পেয়েছি। আমি এবং রুশোর মত ব্যাটসম্যানের দিনটা ভাল হয় তবে আপনি সবকিছুই করতে পারেন।’
গুরবাজ বিদায় নেয়ার পর দক্ষিন আফ্রিকান তারকা রুশো দলীয় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে মাত্র ১৩.৫ ওভারে চট্টগ্রামের ৬ উইকেটে ১৪৪ রানের সংগ্রহ টপকে যায় খুলনা।
গুরবাজ বলেন, ‘রুশো খুবই ভাল ব্যাটিং করেছেন। আমি যখন উইকেটে ছিলাম তখন তিনি আমাকে টিকে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু আমি সেটি করতে পারিনি। তবে তার সঙ্গে ব্যাট করে আমি আত্মবিশ্বাস বাড়াতে পেরেছি।’
বাসস/এমএইচসি/১৯১৫/-স্বব