বাজিস-২ : নড়াইলে দু’দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু

116

বাজিস-২
নড়াইল- খাদ্য ও পুষ্টিমেলা
নড়াইলে দু’দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা শুরু
নড়াইল, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস): জেলার সদর উপজেলায় মির্জাপুর হাইস্কুল মাঠে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা।
আজ শুক্রবার সকালে মেলার উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
একটি বেসরকারী সংগঠনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিচুর রহমান, মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মো. আক্তারুজ্জামান টিংকুসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেলা প্রাঙ্গনে ২০টি স্টলের মাধ্যমে কৃষকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনকে বিষমুক্ত খাদ্য উৎপাদন, শাক-সবজি চাষের আধুনিক পদ্ধতি, খাদ্যের পুষ্টিগুন, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে তথ্য প্রদান ও পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়া স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন রয়েছে এই মেলায়। আগামিকাল শনিবার বিকাল পর্যন্ত চলবে এ মেলা।
বাসস/সংবাদদাতা/১৮৪৫/এমকে