বাসস ক্রীড়া-৩ : ‘ডাক’ মারার সেঞ্চুরি আফ্রিদির

175

বাসস ক্রীড়া-৩
ক্রিকেট-আফ্রদি
‘ডাক’ মারার সেঞ্চুরি আফ্রিদির
ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০১৯ (বাসস): অনাকাঙ্খিত এক সেঞ্চুরি করলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে গতকাল বৃহস্পতিবার শুন্য রানে আউট হয়ে ডাক মারার সেঞ্চুরি করেছেন আফ্রিদি।
ঢাকা প্লাটুনের হয়ে গতকাল রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড অলরাউন্ডার রবি বোপারার পথম বলেই আউট হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শততম ডাক মারেন আফ্রিদি।
এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৪ ম্যাচে ডাক মেরেছেন এ অলরাউন্ডার। যার মধ্যে ওয়ানডে ম্যাচে ৩০টি। ৫০ ওভার ফর্মেটে ডাক মারার বিবেচনায় আফ্রিদির চেয়ে এগিয়ে আছেন কেবলমাত্র সনত জয়সুরিয়া। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ৩৪ ম্যাচে ডাক মারার রেকর্ড রয়েছে শ্রীলংকা দলের সাবেক ওপেনার সনত জয়সুরিয়ার।
আফ্রিদি টেস্ট ক্রিকেটে ছয় বার, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আট বার শুন্য রানে আউট হয়েছেন। এ ছাড়া অন্য ডাকগুলো- প্রথম শ্রেনী, লিস্ট এ’ এবং বিশ্ব জুড়ে টি-২০ লীগ ক্রিকেটে ৫৬ বার।
৪৪ বছর বয়সী আফ্রিদি দেশের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওয়ানডে এবং ৯৯টি টি-২০ ম্যাচ খেলেছেন।
বাসস/স্বব/১৭১০/এএমটি