বাসস দেশ-৪৫ : বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১৯ জন বাংলাদেশী

465

বাসস দেশ-৪৫
বিশেষ পারমিট-
বিশেষ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন ১৯ জন বাংলাদেশী
বেনাপোল, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ১৯ জন বাংলাদেশী নাগরিক।
আজ সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হন্তান্তর করেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি মহসিন খান পাঠান জানান, ফেরত আসা যুবকদের বেনাপোল পোর্ট থানায় হন্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা যুবকদের তাদের আত্মীয়-স্বজনদের কাছে তুলে দেয়া হবে।
বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, এরা ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে গত ২ বছর আগে ভারত পাড়ি জমায়। সেখানে তামিলনাড়ু প্রদেশের ক্রিকুট শহরের আন্থনী গার্মেন্টসে তারা চাকরি করতো। পরে ওই গার্মেন্টস থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ তাদের আদালতের মাধ্যেমে চেন্নাই সেন্ট্রাল জেলে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে তারা বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩২০/-স্বব