বাসস দেশ-৩৪ : নৌ-পুলিশের অভিযানে ৮৮০ কেজি জাটকা ইলিশ জব্দ ॥ গ্রেফতার ১

122

বাসস দেশ-৩৪
জাটকা-জব্দ-গ্রেফতার
নৌ-পুলিশের অভিযানে ৮৮০ কেজি জাটকা ইলিশ জব্দ ॥ গ্রেফতার ১
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস): পটুয়াখালীর কুয়াকাটা নৌ-ফাঁড়ির আওতাভুক্ত এলাকায় অভিযান চালিয়ে ৮৮০ কেজি জাটকা ইলিশসহ একজনকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে- মো. সুজা উদ্দিন (৪৫)।
নৌ-পুলিশের এডিশনাল পুলিশ সুপার ফরিদা রানু বাসসকে জানান, বুধবার কুয়াকাটার মৌডুবি নদীতে অভিযান চালিয়ে ৮৮০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে। এছাড়া অভিযানে মালিকবিহীন ১০ লাখ বর্গ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩২ হাজার মিটার বেহুন্দি জাল উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন পটুয়াখালীর কুয়াকাটা নৌ-ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) কামরুজ্জামান।
এএসপি ফরিদা বানু বলেন, মাছ ও জালসহ গ্রেফতার সুজা উদ্দিনকে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাসের কাছে হাজির করলে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো লিল্লাহ বোডিং ও মাদ্রাসায় বিতরণ করার আদেশ দেন। সেই সঙ্গে ৫০০০ টাকা অর্থদন্ডের বিনিময়ে সুজা উদ্দিনকে ছেড়ে দেয়া হয়।
বাসস/এমএমবি/১৮৪৮/এইচএন