বাসস দেশ-২৯ : জাফর আলীকে সভাপতি ও মঞ্জুকে সম্পাদক করে কুড়িগ্রাম আওয়ামী লীগের কমিটি ঘোষনা

111

বাসস দেশ-২৯
কুড়িগ্রাম-আওয়ামী লীগ-কমিটি
জাফর আলীকে সভাপতি ও মঞ্জুকে সম্পাদক করে কুড়িগ্রাম আওয়ামী লীগের কমিটি ঘোষনা
কুড়িগ্রাম, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : মো. জাফর আলীকে সভাপতি ও আমান উদ্দিন মঞ্জুকে সাধারণ সম্পাদক করে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কুড়িগ্রাম শেখ রাসেল পৌরহলে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটি ঘোষনা করেন।
মো. জাফর আলী বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। অন্যদিকে আমান উদ্দিন মঞ্জু যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।
সম্মেলনের প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এছাড়াও সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মির্জা আজম, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর ও এমএ মতিন বক্তব্য রাখেন।
বাসস/সংবাদদাতা/বিকেডি/১৮১০/এবিএইচ