চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে পর্বের গোলের রেকর্ড ভঙ্গ করলেন মড্রিচ

287

প্যারিস, ১২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : ক্লাব ব্রাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে শেষ গোলটি করে লুকা মড্রিচ অনন্য এক রেকর্ড গড়েছেন। রিয়ালের হয়ে তৃতীয় গোলটির মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে এবার ৩০৭তম গোল পূরণ হয়েছে যা সর্বকালের সর্বোচ্চ গোলের রেকর্ড।
এই গোলের কিছুক্ষন পরেই জুভেন্টাসের হয়ে গঞ্জালো হিগুয়েইন বায়ার লেভারকুজেনের বিপক্ষে গোল করে সেই রেকর্ড ৩০৮’এ নিয়ে যান। গত মৌসুমে গ্রুপ পর্বে সর্বমোট ৩০৬টি গোল হয়েছিল। যা ২০০০-০১ মৌসুমে ২৯২ গোলের সর্বোচ্চ গোলের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছিল।
সেপ্টেম্বরে এফসি সালজবার্গের অভিষিক্ত ফরোয়ার্ড আর্লিং হালান্ড এবারের মৌসুমের প্রথম গোলটি করেছিলেন। বায়ার্ন মিউনিখের তারকা রবার্ট লিওয়ানোদোস্কি গ্রুপ পর্বে সর্বোচ্চ ১০টি গোল করেছেন। তবে ২০১৫-১৬ মৌসুমে ১১ গোল করা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর রেকর্ডটি এবারও কেউ ভাঙ্গতে পারেননি।
একমাত্র দল হিসেবে ছয় ম্যাচে শতভাগ জয়সহ সর্বোচ্চ ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে বায়ার্ন।