বাসস ক্রীড়া-৬ : আনচেলত্তির স্থলাভিষিক্ত হলেন গাত্তুসো

99

বাসস ক্রীড়া-৬
ফুটবল-কোচ
আনচেলত্তির স্থলাভিষিক্ত হলেন গাত্তুসো
মিলান, ১২ ডিসেম্বর ২০১৯ (বাসস) : নাপোলির বহিষ্কৃত কোচ কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়েছেন জেনারো গাত্তুসো।
মঙ্গলবার জেঙ্ককে ৪-০ গোলে পরাজিত করে নাপোলিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’তে নিয়ে গিয়েও চাকুরি বাঁচাতে পারেননি আনচেলত্তি। সিরি-এ টেবিলের সপ্তম স্থানে থাকাটা নাপোলির জন্য খুবই অস্বস্তিকর হিসেবে মন্তব্য করেছেন নতুন কোচ গাট্টুসো।
গত মৌসুমে এসি মিলানকে চ্যাম্পিয়নস লিগে খেলাতে ব্যর্থ হওয়ায় ক্লাব ছেড়ে চলে গিয়েছিলেন গাত্তুসো। ইতালির হয়ে ২০০৬ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় গাত্তুসো বলেছেন, ‘আমার মূল লক্ষ্য হচ্ছে যে পয়েন্টগুলো আমরা হারিয়েছি সেগুলোকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া এবং আবারো চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের লড়াইয়ে ফিরিয়ে নিয়ে আসা। এজন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে টেবিলের যে অবস্থানে নাপোলি রয়েছে তা দেখাটা সত্যিই অস্বস্তিকর।’
সাতবারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন মিলানের হয়ে আট বছরের মেয়াদে আনচেলত্তি দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও একটি সিরি-এ শিরোপা জয় করেছেন। ঐ সময় গাত্তুসোর কোচ ছিলেন আনচেলত্তি। ব্যক্তিগত জীবনে দু’জনে বেশ ভাল বন্ধু। গাত্তুসো বলেন, আনচেলত্তি আমার কাছে বাবার মত। তিনি আমার সাথে সবসময় বেশ ঘনিষ্ঠ ছিলেন ও আমাকে সবদিক থেকে দারুন সহযোগিতা করেছেন।
গত মৌসুমের সিরি-এ রানার্স-আপ নাপোলি বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের থেকে ১৭ পয়েন্ট পিছিয়ে রয়েছে।
বাসস/নীহা/১৬৪৫/স্বব