বাসস দেশ-১০ : খুলনায় আল্লাহর দলের ৪ সদস্য গ্রেফতার

132

বাসস দেশ-১০
পুলিশ-গ্রেফতার
খুলনায় আল্লাহর দলের ৪ সদস্য গ্রেফতার
ঢাকা, ১২ ডিসেম্বর, ২০১৯ (বাসস) : খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট।
এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) এর একটি দল বুধবার রাত সাড়ে ১০ টা থেকে ১২ টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সদর থানার ৯/২, দিলখোলা রোডস্থ ৫-তলা ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাজা মিয়া ওরফে নুর আলম (৩১), মোঃ আজেকুল ইসলাম (২৪), মোঃ আহসান উল্লাহ ওরফে নীরব (২৭) ও আব্দুল হামিদ ওরফে হামিদ (৩৫)।
আটকরা “আল্লাহর দল” এর সক্রিয় সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করেছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিসাধনের পরিকল্পনা করতে তারা সেখানে গোপন বৈঠক করছিল। এটিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
গ্রেফতারকৃতরা রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে নিজেদের মধ্যে যোগাযোগের জন্য প্রযুক্তি ব্যবহার করে। তাদের কাছ থেকে ৪ টি মোবাইল ফোন ও বিভিন্ন ধরনের জিহাদী বই ও কাগজ-পত্রাদি উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে “সস্ত্রাস বিরোধী আইনে খুলনার সদর থানায় একটি মামলা করা হয়েছে।
বাসস/সবি/এফএইচ/১৬০৫/শআ